What Is Messenger Chatbot?
ChatBot24 হচ্ছে একটি Ai পাওয়ার্ড মেসেঞ্জার চ্যাটবট, যেটি আপনার অবর্তমানে আপনার পেইজের মেসেজ ও কমেন্টের রিপ্লাই দিতে সক্ষম। যেমনঃ আপনি পেইজ পরিচালনার জন্য মডারেটর নিয়োগ দিলেন এবং তাকে ইন্সট্রাকশন দিলেন মেসেজের রিপ্লাই এইভাবে হবে এবং আমাদের যেই প্রডাক্টগুলো আছে সগুলোর প্রাইজ এত এত … ঠিক তেমন আপনি আপনার বিজনেস সম্পর্কে চ্যাটবটকে ট্রেইনাপ করতে পারবেন। আপনি যেভাবে তাকে ইন্সট্রাকশন দিবেন ঠিক সেই ভাবেই সে কাজ করবে।
ফেসবুকে বুস্ট করার পর আপনার কাছে অনেক মেসেজ আসছে কিন্তু আপনার মেসেজের রিপ্লাই দিতে ৫ থেকে ১০ মিনিট সময় লাগছে। কিন্তু চ্যাটবোটের ক্ষেত্রে instantly রিপ্লাই দিচ্ছে So আপনার যে কাস্টমার আপনার কাছে আসলো তার বিরক্ত বোধ করছেনা বা অন্য কোথাও চলে যাচ্ছে না। বর্তমানে যে পরিমাণে কম্পিটিশন আপনি যদি একটা মেসেজ রিপ্লে দিতে ১ঘন্টা লেট করেন তাহলে সে আরেক জনের কাস্টমার ঐ মুহুর্তে হয়ে যাবে। তাই এক্ষত্রে চ্যাটবট ১০০% কার্যকরি।